খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন নির্বাচন কমিশনের বিভক্ত রায়ে। তবে এ নিয়ে বেশ দ্বন্দ্ব হয়। এক্ষেত্রে মাহবুব তালুকদার তার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার পক্ষে থাকলেও অন্য কমিশনাররা এবং সিইসি সচিবসহ অবৈধ ঘোষণার পক্ষে সিদ্ধান্ত দেন।
দুপুরের শুনানির পর ইসি সচিব জানিয়েছিলেন, বিকেল পাঁচটায় রায় দেয়া হবে। বিকেল সাড়ে পাঁচটার দিকে এজলাসে বসে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমার রায়- ‘আইনগত বিবেচনায় বেগম খালেদা জিয়ার আপিল মঞ্জুর করার পক্ষে রায় প্রদান করলাম।’
এ সময় একদল লোক উল্লাস প্রকাশ করে হাততালি দেন। তখন সচিব লাউড স্পিকারে বলতে থাকেন- ‘এটি ফুল কোর্টে রায় নয়।’
এরপরপরই নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘কোনও দণ্ডপ্রাপ্ত লোকের আপিল বিবেচনা করতে পারি না। আমার রায় হলো-এই আপিল মঞ্জুর করা যায় না। না মঞ্জুর করা হলো।’
এসময় আরেক দল লোক উল্লাস প্রকাশ করে হাততালি দেন।
তারপর নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘এখন পর্যন্ত দণ্ড বহাল আছে, রিটার্নিং কর্মকর্তার অর্ডারের যে বক্তব্য এবং স্পিরিট দেখছি, দণ্ডপ্রাপ্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যে কথাটি এসেছে সেটা মেয়ার ওমিশন। দণ্ডপ্রাপ্ত হিসেবে নামঞ্জুর।’
কমিশনারদের নিজের রায় উপস্থাপন করার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশনার শাহাদাত, নির্বাচন কমিশনার কবিতা এবং নির্বাচন কমিশন রফিকুল ইসলাম দণ্ড বহাল আছে বলে যে বক্তব্য দিয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আমরা চারজন নামঞ্জুর করলাম।’
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এরপর ঘোষণা করেন, পাঁচজন মাননীয় নির্বাচন কমিশনারের মধ্যে চারজন বেগম খালেদা জিয়ার আপিল আবেদন নামঞ্জুর করেছেন। একজন মঞ্জুর করেছেন বিধায় চার-এক ভোটে আপিল আবেদন নামঞ্জুর ঘোষণা করা হলো।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- মহান বিজয় দিবস আজ
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- এমপি মাশরাফির ‘বাউন্সারে’ ওএসডি ৪ ফাঁকিবাজ ডাক্তার